মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার খোলার আগেই দেশটিতে তালিকাভুক্ত সোর্সিং কান্ট্রি (উৎস দেশ) হিসেবে জনশক্তি রপ্তানির সুযোগ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। দীর্ঘ আট বছর পর নতুন প্রক্রিয়ায় আবারো মালয়েশিয়ায় জনশক্তি রফতানি শুরু হয়েছে। বর্তমানে ১৩টি উৎস দেশ (সোর্সিং কান্ট্রি) থেকে জনশক্তি নেয় মালয়েশিয়া। বাংলাদেশও সেখানে উৎস দেশ হতে চায়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবও দেওয়া হয়েছে। মালয়েশিয়ার শিল্প-প্রতিষ্ঠানেও কর্মীর সংকট এবং এজন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মালয়েশিয়া।
এক্সা এডুকেশন এর মাধ্যমে আপনিও শ্রমিক হিসাবে যেতে পারেন কলিং ভিসায় মালয়েশিয়াতে।
খরচ:
(এ টু জেড প্যাকেজে খরচ ৩,৫০,০০০)
কাজ এর ধরণ :
১. ম্যানুফেকচারিং
২. কন্সট্রাকশন
প্রসেসসিং টাইম : ২০ দিন
প্রসেসসিং টাইম : ২০ দিন
শীঘ্রই যোগাযোগ করুন:
এক্সা এডুকেশন (Exa Education)
🏠কবির'স পয়েন্ট, ১২৯ সেনপাড়া পর্বতা,
বেগম রোকেয়া স্বরনী(আল হেলাল হাসপাতালের বিপরীতে),
মিরপুর-১০, ঢাকা-১২১৬.
📞📞ফোনঃ 01733442644, 01973442644,+60103731530(মালয়েশিয়া)
📞📞ফোনঃ 01733442644, 01973442644,+60103731530(মালয়েশিয়া)
No comments:
Post a Comment