Tuesday, 6 June 2017

বিশ্ব মানের শিক্ষা মালয়েশিয়ায়



আপনার উদ্দেশ্য যদি হয় সাধ্যের ভেতর বিদেশে উচ্চ শিক্ষা, সেই ক্ষেত্রে আপনার জন্য সঠিক দেশ মালয়েশিয়া পর্যটন কেন্দ্রিক দেশ হওয়াতে এখানে রয়েছে প্রচুর কাজের সুযোগ পড়াশুনা, থাকা-খাওয়ার খরচও কম এবং মালয়েশিয়াতে জীবনযাত্রার মান খুবই উন্নত

ইউনিভার্সিটি কলেজঃ
মালয়েশিয়ায় রয়েছে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং কলেজ এই সকল বিশ্ববিদ্যালয়/কলেজ পৃথিবীর উন্নত বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত অতএব মালয়েশিয়া থেকে লেখাপড়া করে পৃথিবীর যেকোন দেশে চাকুরী অথবা পরবর্তী পর্যায়ের লেখাপড়ার জন্য চলে যেতে পারবেন

টিউশন ফিঃ
মালয়েশিয়ায় লেখাপড়া করার সবথেকে সুবিধা হচ্ছে, এখানে টিউশন ফি অন্যান্য উন্নত দেশের ইউনিভার্সিটি/কলেজ থেকে অনেক কম ইউরোপ/অস্ট্রেলিয়া/কানাডার এক/দুই বছরের টিউশন ফি দিয়ে মালয়েশিয়াতে স্বম্পুর্ন কোর্স শেষ করা যাবে কিন্তু সার্টিফিকেট এবং লেখাপড়ার মান কোন অংশেই ঐসব ইউনিভার্সিটি থেকে কম হবে না
শিক্ষার বিষয়
মালয়েশিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অসংখ্য বিষয়ে পাঠদান চালু আছে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মেডিসিন, ভেটেরিনারি মেডিসিন, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ সায়েন্স, এগ্রিকালচার, ফরেস্ট্রি, বিজনেস ম্যানেজমেন্ট, সোশ্যাল সায়েন্সেরে সব শাখা, ইসলামিক স্টাডিজ, পরিবেশ বিজ্ঞান ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে স্নাতক করতে মাধ্যমিক (এসএসসি) উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কমপক্ষে পয়েন্টের ওপরে নম্বর থাকতে হয়
তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সগুলো এসএসসি/ সমমান কোর্স পাস করা শিক্ষার্থীরা পড়তে পারেন। এসব কোর্সের মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিজনেস ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন ফার্মাসি, ডিপ্লোমা ইন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, ডিপ্লোমা ইন হেলথ কেয়ার, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন এনভায়রনমেন্টাল হেলথ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ইত্যাদি

আরও বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন:

এক্সা এডুকেশন (Exa Education)

🏠কবির' পয়েন্ট১২৯ সেনপাড়া পর্বতা,

 বেগম রোকেয়া স্বরনী(আল হেলাল হাসপাতালের বিপরীতে),

 মিরপুর-১০ঢাকা-১২১৬.

📞📞ফোনঃ 01733442644, 01973442644,+60103731530(মালয়েশিয়া)


No comments:

Post a Comment