মালয়েশিয়ার একটি কারখানায় গুরুতর আহত বাংলাদেশি শ্রমিক ইমাম হোসেনকে বিশ্ব শ্রমিক দিবসে আর্থিক সহযোগিতা দিয়েছে প্রবাসী শ্রমিকদের একটি সংগঠন।
সহায়তাকারী সংগঠন ‘বাংলার নতুন সেনা কেএল’ এর সদস্য সাব্বির ইসলাম বলেন, “এটি মালয়েশিয়া প্রবাসী শ্রমিকদের স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন প্রবাসী শ্রমিকদের জন্য কাজ করে থাকে।”
আহত বাংলাদেশি শ্রমিক ইমাম হোসেনের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে জানিয়ে তিনি বলেন, “ইমামের হাতে নগদ ১ হাজার রিঙ্গিত তুলে দেওয়া হয়েছে। আজ ইমামের অনুভূতি দেখে মনে হচ্ছে সংগঠনটি প্রবাসীদের পাশে আছে সব সময়৷ এটি একটি জয় আমাদের জন্য৷”
গত ১৭ মার্চ পেরাক প্রদেশের ইপু জেলার একটি ঝাড়ু তৈরির প্রতিষ্ঠানে ব্লোয়ার মেশিন বিস্ফোরিত হয়ে গুরুতর জখম হন ইমাম হোসেন (৩০) নামের ওই বাংলাদেশি। তার বাড়ি নোয়াখালীর শ্যামবাগ উপজেলার গোপালপুর ইউনিয়নের বিষবাগ গ্রামে।
ইমাম ঘটনার বর্ননা দিতে গিয়ে বলেন, “আমি যে বাঁচবো কেউ বলেনি৷ আমার সাথে কাজ করেন আলম ভাই। বিস্ফোরণ ঘটার পর তিনি আমাকে দেখে চিনতে পারেননি, ভয় পেয়ে গিয়েছিলেন৷ বাংলার নতুন সেনা কেএল সংগঠনের রাজবাড়ির ইদ্রিস ভাই প্রতিনিয়ত আমার খোঁজ খবর নিতেন৷”
সাব্বির ইসলাম বলেন, “আমি ও সূর্য ভাই বিষয়টি নিয়ে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. হেদায়েত ইসলাম মণ্ডল স্যারের সাথে আলোচনা করি ৷ তিনি আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন৷”
সাব্বির ইসলাম আরো বলেন, “সংগঠনটি এখন মাগুরার প্রবাসী শ্রমিক শোয়েবের বিষয়টি নিয়ে কাজ করছে ৷ দালালের হাতে ফেঁসে যাওয়া শোয়েব মালয়েশিয়াতে মহাবিপাকে আছেন ৷ বিষয়টি শোয়েবের ইউনিয়ন ৭নং গঙ্গারামপুরের চেয়ারম্যান সাহেবকে জানানো হয়েছে ৷”
সূত্র :http://www.newspapers71.com
No comments:
Post a Comment