এখন আমি পড়তে যাওয়া নিয়ে যা বলবো তাতে আপনার দ্বিধা হবে না বরং আপনার ইচ্ছা আরও বাড়বে।
বিশ্ব মানের পড়াশুনা :
সন্দেহ নেই মালয়েশিয়া পড়াশুনা এখন বিশ্ব মানের। হবেই না কেনো ? এটা সরাসরি উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয় দ্বারা পরিচালিত।যাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মালয়েশিয়াকে বিশ্বসেরা উচ্চশিক্ষা কেন্দ্র হিসাবে গড়ে তোলা। সবচেয়ে বড় কথা মালয়েশিয়া সরকার ২০২০ সালের মধ্যে বিশ্বের ছয় সেরা শিক্ষাকেন্দ্রর মধ্যে একটি হতে চায়।
মালয়েশিয়া বসেই ইউরোপ বা আমেরিকার ডিগ্রি পেতে পারেন :
মালয়েশিয়া পড়তে গিয়ে আপনি সেখান থেকে ইউরোপ বা আমেরিকার নামিদামি বিশবিদ্যালয় ডিগ্রি নিতে পারেন।মালয়েশিয়া বেশকিছু বিশবিদ্যালয় ও কলেজে ৩+০ বা ২+১ যৌথ প্রোগ্রাম চালু আছে। এই প্রোগ্রাম গুলো মালয়েশিয়া ও বাহিরের বিশবিদ্যালয় যৌথ ভাবে পরিচালনা করে। তাছাড়া অনেক বিশবিদ্যালয় তাদের আলাদা আলাদা ক্যাম্পাস খুলেছে মালয়েশিয়াতে। আপনি সরাসরি সেখান থেকে ঐ বিশবিদ্যালয় এর ডিগ্রি লাভ করতে পারেন।
মালয়েশিয়া পড়তে গিয়ে আপনি সেখান থেকে ইউরোপ বা আমেরিকার নামিদামি বিশবিদ্যালয় ডিগ্রি নিতে পারেন।মালয়েশিয়া বেশকিছু বিশবিদ্যালয় ও কলেজে ৩+০ বা ২+১ যৌথ প্রোগ্রাম চালু আছে। এই প্রোগ্রাম গুলো মালয়েশিয়া ও বাহিরের বিশবিদ্যালয় যৌথ ভাবে পরিচালনা করে। তাছাড়া অনেক বিশবিদ্যালয় তাদের আলাদা আলাদা ক্যাম্পাস খুলেছে মালয়েশিয়াতে। আপনি সরাসরি সেখান থেকে ঐ বিশবিদ্যালয় এর ডিগ্রি লাভ করতে পারেন।
তুলনামূলক কম খরচ :
আপনি নিজেই দেখতে পারেন অন্যান্য দেশগুলোর তুলনায় মালয়েশিয়ার পড়াশুনার খরচ কত কম।
অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড বা কানাডা, কিংবা ফ্রান্স আর মতো দেশগুলোর থেকে কম খরচে আপনি এখানে পড়তে পারবেন।থাকাখাওয়ার খরচও তুলনামূলক কম।
ব্যাবসায় প্রশাসন শাখার খরচের উপর ভিত্তি করে নিচের দেশ গুলোর মধ্যে তুলনামূলক খরচ গুলো উল্লেখ করা হলো :
আপনি নিজেই দেখতে পারেন অন্যান্য দেশগুলোর তুলনায় মালয়েশিয়ার পড়াশুনার খরচ কত কম।
অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড বা কানাডা, কিংবা ফ্রান্স আর মতো দেশগুলোর থেকে কম খরচে আপনি এখানে পড়তে পারবেন।থাকাখাওয়ার খরচও তুলনামূলক কম।
ব্যাবসায় প্রশাসন শাখার খরচের উপর ভিত্তি করে নিচের দেশ গুলোর মধ্যে তুলনামূলক খরচ গুলো উল্লেখ করা হলো :
(গড় বাৎসরিক )
********************
দেশ-------টিউশন ফী ---------থাকা খাওয়ার খরচ------মোট শিক্ষা খরচ
মালয়েশিয়া ৫০০০ ডলার ৪০০০ ডলার ৯০০০ ডলার
অস্ট্রেলিয়া ১৫০০০ ডলার ১০৫০০ ডলার ২৫৫০০ ডলার
আমেরিকা ১৮০০০ ডলার ১৩০০০ ডলার ৩১০০০ ডলার
ইংল্যান্ড ১৫০০০ ডলার ১২০০০ ডলার ২৭০০০ ডলার
কানাডা ১৩০০০ ডলার ৮৫০০ ডলার ২১৫০০ ডলার
অস্ট্রেলিয়া ১৫০০০ ডলার ১০৫০০ ডলার ২৫৫০০ ডলার
আমেরিকা ১৮০০০ ডলার ১৩০০০ ডলার ৩১০০০ ডলার
ইংল্যান্ড ১৫০০০ ডলার ১২০০০ ডলার ২৭০০০ ডলার
কানাডা ১৩০০০ ডলার ৮৫০০ ডলার ২১৫০০ ডলার
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
এক্সা এডুকেশন
কবিরস পয়েন্ট, ১২৯ সেনপাড়া পর্বতা, বেগম রোকেয়া সরণি, মিরপুর-১০, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইল : ০১৭৩৩৪৪২৬৪৪, ০১৯৭৩৪৪২৬৪৪, +৬০১০৩৭৩১৫৩০(মালয়েশিয়া)।
ই-মেইল : exaeducation@gmail.com
ওয়েব : www.exaedu.com
এক্সা এডুকেশন
কবিরস পয়েন্ট, ১২৯ সেনপাড়া পর্বতা, বেগম রোকেয়া সরণি, মিরপুর-১০, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইল : ০১৭৩৩৪৪২৬৪৪, ০১৯৭৩৪৪২৬৪৪, +৬০১০৩৭৩১৫৩০(মালয়েশিয়া)।
ই-মেইল : exaeducation@gmail.com
ওয়েব : www.exaedu.com
No comments:
Post a Comment