মালয়েশিয়ায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য বিষয়ে পাঠদান চালু আছে। এর মধ্যে বিজনেস ম্যানেজমেন্ট, ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি, মেডিসিন, ভেটেরিনারী মেডিসিন, মডার্ন ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, বিজনেস এডমিনিস্ট্রেশন, চার্টার্ড একাউন্টেন্সি, হেলথ সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফরেস্ট্রি, সোস্যাল সাইন্সেস এর সকল শাখা, ইসলামিক স্টাডিস, পরিবেশ বিজ্ঞান, ডিজাইন এন্ড আর্কিটেকচার ইত্যাদি বিষয়সমূহ গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে অনার্স কোর্সে স্টাডি করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে ৩.০০ পয়েন্টের উপরে নম্বর থাকতে হয়। তবে মালয়েশিয়ায় বিখ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়তে পড়াশুনার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৫.০০ পয়েন্ট এর নিচে সাধারণত ভর্তির সুযোগ পাওয়া যায় না।
৩ বছরমেয়াদি ডিপ্লোমা কোর্সসমূহ এসএসসি/সমমান পাস শিক্ষার্থীরা পড়তে পারে। ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন বিজনেস, ডিপ্লোমা ইন ইনফরমেশন
টেকনোলোজি ,ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,
ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইত্যাদি
সাবজেক্ট এ পরতে পারেন।
আরও বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন:
এক্সা এডুকেশন (Exa Education)
🏠কবির'স পয়েন্ট, ১২৯ সেনপাড়া পর্বতা,
বেগম রোকেয়া স্বরনী(আল হেলাল হাসপাতালের বিপরীতে),
মিরপুর-১০, ঢাকা-১২১৬.
📞📞ফোনঃ 01733442644, 01973442644,+60103731530(মালয়েশিয়া)
📞📞ফোনঃ 01733442644, 01973442644,+60103731530(মালয়েশিয়া)
No comments:
Post a Comment