এশিয়ায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কয়েকটি দেশের মধ্যে মালয়েশিয়া অন্যতম। ইতোমধ্যে দেশটি শিক্ষা ক্ষেত্রে, শিল্প-সাহিত্য ও তথ্য-প্রযুক্তিতে বিশ্বে নিজেদের স্থান বেশ পাকা করে নিয়েছে। বিশ্বের প্রায় ১৫০ দেশের শিক্ষার্থীরা দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিড় করছে তাদের কাঙ্ক্ষিত
শিক্ষা অর্জনের জন্য। এর মধ্যে দেশটিতে অনেক বাংলাদেশি মেধাবী ছাত্র-ছাত্রীও রয়েছেন। যারা মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি প্রতিনিয়তই উজ্জ্বল করে চলেছেন। তবে কিছু কিছু ছাত্র-ছাত্রীর কারণে দেশের ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে না তাও নয়। তবে সব মিলিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা অন্য যে কোনো দেশের তুলনায় যে এক ধাপ এগিয়ে, এমনই মত এখানে পড়তে আসাদের। মালয়েশিয়ায় অধিকাংশ শিক্ষার্থী নিজেদের পড়াশোনার খচর চালাচ্ছেন নিজেই চাকরি করে। একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলে একজন ভালো স্টুডেন্ট হওয়া সম্ভব। আর একজন ভালো স্টুডেন্ট পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে ঠেকবে না। তারা নিজের মতো করে মানিয়ে নিতে পারবে। মালয়েশিয়ায় পড়াশোনার মান বেশ উন্নত।
থাকা খাওয়ার খরচ:
ক্যাম্পাসের বাইরে থাকতে গেলে রুম শেয়ার করে থাকতে পারেন। এখানে প্রায় সবাই রুম শেয়ার করে থাকে। প্রতিটি অ্যাপার্টমেন্টে থাকে মাস্টার রুম, মিডেল রুম এবং স্মল রুম। মালয়েশিয়ায় একজন বিদেশি ছাত্রছাত্রীর জীবনযাত্রায় মাসিক ব্যয় ৫০০ থেকে ৬০০ রিঙ্গিত। বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার টাকা।
মালয়েশিয়ায় যাতায়াত ভাড়া বেশি। ট্যাক্সি ভাড়া প্রথম এক কিলোমিটার ৩ রিঙ্গিত। পরবর্তী প্রতি কিলোমিটার ০.৮০ রিঙ্গিত করে। বাস এবং ট্রেনের ভাড়া সর্বনিম্ন ০.৫০ রিঙ্গিত থেকে ২.৫০ রিঙ্গিত পর্যন্ত। যাতায়াত খরচ কমানোর জন্য চেষ্টা করবেন কোনো ট্রেন বা বাস স্টেশনের কাছাকাছি থাকার।
আমাদের consultancy firm এর মাধ্যমে অনেকেই মালয়েশিয়া উচ শিক্ষার জন্য গিয়ে এখন ভালো অবস্থায় আছেন। আপনার উদ্দেশ্য যদি হয়
সার্ধের মধ্যে বিদেশে উচ্চ শিক্ষা লাভ করার তাহলে আর
দেরি না করে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।
এক্সা এডুকেশন (Exa Education)
🏠কবির'স পয়েন্ট, ১২৯ সেনপাড়া পর্বতা,
বেগম রোকেয়া স্বরনী(আল হেলাল হাসপাতালের বিপরীতে),
মিরপুর-১০, ঢাকা-১২১৬.
📞📞ফোনঃ 01733442644, 01973442644,+60103731530(মালয়েশিয়া)
📞📞ফোনঃ 01733442644, 01973442644,+60103731530(মালয়েশিয়া)
No comments:
Post a Comment