Saturday, 13 May 2017

মালয়েশিয়া যাওয়ার আগে জেনেনিন কিছু তথ্য



১০০ টির বেশি দেশের ৫০ হাজারের মত বিদেশী শিক্ষার্থী এখন মালয়েশিয়ায় পড়াশোনা করছে
মালয়েশিয়া শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা (সম্ভাব্য বিদেশী শিক্ষার্থীদের জন্য):

    ২০ টি সরকারি বিশ্ববিদ্যালয়

    ২৪ টি পলিটেকনিক ইনস্টিটিউ

    ৩৭ টি পাবলিক কমিউনিটি কলেজ

    ৩৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

    ৪ টি বিদেশী বিশ্ববিদ্যালয়ে শাখা

    ৫০০ টি বেসরকারী কলেজ

    ৩৮ টি ইন্টারন্যাশনাল স্কুল (শিক্ষার ধরণ  যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র , অস্ট্রেলিয়া)

খন্ডকালীন চাকরি
পড়াশুনার পাশাপাশি বা সেমিস্টার বিরতির সময় শিক্ষার্থীরা খন্ডকালীন চাকরি করতে পারেন, তবে সেটা সপ্তাহে ২০ ঘন্টার বেশি নয়

 ইমিগ্রেশন স্টুডেন্ট পাস সংক্রান্ত আরও তথ্যের জন্য এক্সা এডুকেশন এ যোগাযোগ করুন:

এক্সা এডুকেশন (Exa Education)
🏠কবির' পয়েন্ট, ১২৯ সেনপাড়া পর্বতা, বেগম রোকেয়া স্বরনী
(আল হেলাল হাসপাতালের বিপরীতে), মিরপুর-১০, ঢাকা-১২১৬.
📞ফোনঃ 01733442644, 01973442644,
ওয়েবসাইটwww.exaedu.com

No comments:

Post a Comment